• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অ্যাপসের ফাঁদে ফেলে স্থপতি ইমতিয়াজকে হত্যা 

প্রকাশিত: ২১:৩১, ২৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
অ্যাপসের ফাঁদে ফেলে স্থপতি ইমতিয়াজকে হত্যা 

নিহত: ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। অ্যাপসের ফাঁদে ফেলে ডেকে নিয়ে অর্থ আদায়ের পর ওই স্থপতিকে হত্যা করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ। জানান- গ্রেফতার তিনজন ভারতে পালানোর চেষ্টা করেছিলো।

ইন্টেরিয়র ডিজাইনার স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূইয়া গেলো সাত মার্চ নিখোঁজ হন রাজধানীর কলাবাগান থেকে। আট মার্চ কলাবাগান থানায় তার পরিববারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। আট মার্চে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ইমতিয়াজ হত্যার ঘটনায় পাঁচজনকে শনাক্ত করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় মিল্লাত হোসেন মুন্না, আনোয়ার হোসেন ও এহসান ওরফে মেঘ হিজড়াকে।  

ডিবি প্রধান জানান, স্থপতি ইমতিয়াজের সঙ্গে তাদের পরিচয় সমকামি একটি অ্যাপসের মাধ্যমে। ঘটনার দিন সাত মার্চ পরিকল্পিতভাবে ইমতিয়াজকে মোবাইল ফোনে ডেকে নেয়া হয় কলাবাগানের একটি বাসায়। সেখানেই খুন করা হয় তাকে।

ঘাতকরা সবাই ভারতে পালিয়ে যাওয়া চেষ্টা করেছিলো বলে জানান ডিবি প্রধান।

১৬৪ ধারায় জবানবন্দির জন্য গ্রেফতারকৃতদের মুন্সিগঞ্জ আদালতে তুলবে জেলা পুলিশ।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: