• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবারও উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবারও উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে। বর্তমানে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াাট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। 

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিষিদ্ধ করেছেন।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্রে জানা যায়, এর আগে ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির কারণে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় তাপ বিদ্যুৎকেন্দটি।  এরপর টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে পুনরায় উৎপাদন শুরু হয়।

উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও  ১৪ সেপ্টেম্বরসহ সাতবার বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2