• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অর্থনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে: ড. দেবপ্রিয়

প্রকাশিত: ১৫:১২, ৩০ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৫:১৩, ৩০ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অর্থনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে: ড. দেবপ্রিয়

ডক্টর দেবপ্রিয় ফাইল ছবি

সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি সম্মানের ফেলো ডক্টর দেবপ্রিয় বলেছেন, ‘নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অর্থনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ২০২৪ সালে ১৪ বা ১৮ নির্বাচনের মতো হবে না এমন শুভকামনা করা হলেও তা আর হলো না। সবার আকাঙ্ক্ষা ধাক্কা খেয়েছে।’ 

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে ব্র্যাক ইনে এক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

ড. দেবপ্রিয় আরও বলেন, ‘নির্বাচন যারা করছেন তাদের সম্পদ গানিতিকহারে বাড়ছে। রাজনৈতিক দলের ম্যানুফেষ্ট নিয়ে মানুষের কোন আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।’

টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই। পাতানো, সাজানো নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ করার মতোও কিছু থাকবে না। ভয়-ভীতি দেখিয়ে, চাপ দিয়ে কিছু ভোটারকে কেন্দ্র নিয়ে আসা হবে। হলফনামার তথ্য দিয়েই নির্বাচনের প্রার্থীতা বাতিল করা যায়। কিন্তু তা হবে না।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: