• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

২৯টি খাদ্যপণ্যের দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদফতর 

প্রকাশিত: ১০:২৬, ১৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
২৯টি খাদ্যপণ্যের দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদফতর 

মাছ-মাংস ও ডাল-পেঁয়াজসহ ২৯টি কৃষিপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে এই নিত্যপণ্যের দাম ঠিক করে দিলো সরকার।

উৎপাদন খরচ বিবেচনায় যৌক্তিক মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে কৃষি বিপণন অধিদফতর। শুক্রবার (১৫ মার্চ) ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় খুচরা মূল্য হিসেবে ছোলার কেজি ৯৮ টাকা, দেশি পেঁয়াজ ৬৫ টাকা, ব্রয়লার মুরগি ১৭৫ টাকা এবং গরুর মাংস ৬৬৫ টাকায় বিক্রির কথা বলা হয়েছে। 

এছাড়া খুচরা পর্যায়ে কাতলা মাছ কেজিতে ৩৫৩ টাকা, পাংগাস ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা এবং রসুন ১২০ টাকা দরে বিক্রির আহ্বান জানানো হয়েছে। 

এদিকে কেজিপ্রতি আলুর দর ২৮ টাকা, কাচাঁমরিচ ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য পণ্যের মধ্যে মুগডাল ১৬৫ টাকা, মসুর ডাল ১০৫ টাকায় বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দামে পণ্য বেচা-কেনার আহ্বান জানিয়েছে কৃষি বিপণন অধিদফতর। 

বিভি/টিটি

মন্তব্য করুন: