• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভরা মৌসুমেও আলুর দাম দ্বিগুন, বাড়তি পেঁয়াজের দামও (ভিডিও)

শুভ মাহফুজ

প্রকাশিত: ১৭:১১, ২৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ভরা মৌসুমেও আলুর দাম দ্বিগুন, বাড়তি পেঁয়াজের দামও (ভিডিও)

আলুর বাজারে অস্থিরতা এখনও কমেনি। ভরা মৌসুমেও দাম নাগালের বাইরে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি আর মাছের বাজার।  

ভরা মৌসুমেও আলুর দাম দ্বিগুন। সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা কমলেও দাম এখনও নাগালের মধ্যে নয়-বলছেন ক্রেতারা। 

গত সপ্তাহেই কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজ। সেখান থেকে দাম আর কমেনি। বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। 

পেঁয়াজ আলুর মতো মুরগির বাজারও অস্থির। ঈদের পর কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার ব্রিক্রি হচ্ছে ২১০ টাকা আর সোনালি মুরগি ৩৭০ টাকায়। 

মাছের বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম ধরা ছোঁয়ার বাইরে। বেশিরভাগ নিত্যপণ্যের উচ্চ দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

তবে সপ্তাহের ব্যবধানে একই আছে ডিম আর সবজির দাম।

বিভি/টিটি

মন্তব্য করুন: