• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

২৯ পণ্যের নির্ধারিত দাম অবাস্তব, প্রজ্ঞাপন স্থগিতের দাবি

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
২৯ পণ্যের নির্ধারিত দাম অবাস্তব, প্রজ্ঞাপন স্থগিতের দাবি

কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেওয়া ২৯টি পণ্যের দর অবাস্তব ও কল্পনাপ্রসূত উল্লেখ করে সেই প্রজ্ঞাপন অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। সেইসাথে, কৃষি বিপণন অধিদফতরকে তাদের ঠিক করা দামে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য বিক্রির আহ্বানও জানিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন এ আহ্বান জানান। সাত দফা দাবিতে দোকান মালিক সমিতির নেতারা জানান, ২৯টি কৃষি পণ্যের মূল্য নির্ধারণ সম্পূর্ণ অর্থহীন ও বাস্তবতাবিবর্জিত। যৌক্তিক মূল্য বিবেচনায় না নিয়ে কৃষি বিপণন অধিদফতরের দাম ঠিক করার ফলে বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে, এমন শঙ্কা তাদের। 

ব্যবসায়ীদের দাবি, সরকারি প্রজ্ঞাপনে ঠিক করা দাম টিসিবির মূল্য তালিকার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, মহাস্থানগড় থেকে এক কেজি কৃষিপণ্য আনতে বিভিন্ন খরচ মিলিয়ে ১৬ টাকা লাগে। এ কারণে বেঁধে দেওয়া দরে পণ্য বিক্রি করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। সরকারি দর বিবেচনায় বাজারে অভিযান বা জেল-জরিমানা করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সর্বস্বান্ত হবেন বলে মনে করেন দোকান মালিক সমিতি।  

বিভি/টিটি

মন্তব্য করুন: