• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নগদের হাত ধরে দেশে আসছে টেক জায়ান্ট সিলভারলেক

প্রকাশিত: ১৪:১১, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নগদের হাত ধরে দেশে আসছে টেক জায়ান্ট সিলভারলেক

দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টেক বিলিয়নিয়র, গোহ পেনং উইয়ের প্রতিষ্ঠিত বিশ্বখ্যাত টেক জায়ান্ট সিলভারলেক গ্রুপ বাংলাদেশে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চায় তারা। 

সম্প্রতি মালয়েশিয়ায় নিজের বাড়িতে নগদের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুককে নৈশভোজের আমন্ত্রণ জানান গোহ পেনং উই। 

নগদের গ্রাহকবান্ধব উদ্ভাবন, মাত্র পাঁচ বছরের মধ্যে নয় কোটিরও বেশি গ্রাহক অর্জন এবং নগদের বিজনেস মডেল দেখে তাৎক্ষণিকভাবে তার আগ্রহের কথা জানান।

গোহ পেনং উই জানান, নগদ একটি ভিন্ন ধাচের প্রতিষ্ঠান। প্রস্তাব অনুসারে সিলভারলেক গ্রুপ নগদকে তাদের আধুনিকতম ব্যাংকিং প্রযুক্তিগুলো ব্যবহারের সুযোগ দেবে। গোহ পেনং উই এবং সিলভারলেক গ্রুপ নগদের সঙ্গে পার্টনারশীপ করার আগ্রহের বিষয়ে নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, শ্যামল বি দাশ বলেন, এটি শুধু নগদের জন্যে নয় বরং গোটা বাংলাদেশের জন্যই সুখবর। এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাংকিংখাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মন্তব্য তার। 

বিভি/রিসি

মন্তব্য করুন: