• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজেটে রেশনিং ব্যবস্থা চান গার্মেন্টস শ্রমিক ও মালিকরা

প্রকাশিত: ২১:২২, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বাজেটে রেশনিং ব্যবস্থা চান গার্মেন্টস শ্রমিক ও মালিকরা

এবারের বাজেটে আলাদা রেশনিং ব্যবস্থা চান গার্মেন্টস শ্রমিক ও মালিকরা। একে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা।  শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে বলে মনে করেন তারা। 

সোমবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বৈঠকে বক্তারা বলেন, উৎপাদন খাতে কাজ না করা কারো কারো নানান সুযোগ-সুবিধা থাকলেও এ খাতের শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা নেই। রেশনিং ব্যবস্থার জন্য সরকারের সহযোগিতার বিকল্প নেই।

সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও শ্রমিকদের অধিকার একই। বর্তমান মূল্যস্ফীতির সাথে শ্রমিকদের মজুরির সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করেন তিনি। আয় বৈষম্য দূর করতে শ্রমিক মজুরি বাড়ানোর পাশাপাশি দ্রুত রেশনিংয়ের যৌক্তিকতা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়েক সেন।  

৪৭ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সরকারের জন্য কঠিন কাজ হবে না বলেও মনে করেন বক্তারা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2