• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে আরও এক ব্যাংক

প্রকাশিত: ১৪:৫০, ১২ মে ২০২৪

ফন্ট সাইজ
সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে আরও এক ব্যাংক

একীভূত হতে পদ্মা-এক্সিম ব্যাংকের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-বিডিবিএল এর চুক্তি স্বাক্ষর হয়েছে। সব প্রক্রিয়া শেষ হতে ৬ মাস সময় লাগতে পারে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।  

রবিবার (১২ মে) সকালে বাংলাদেশ ব্যাংকে গভর্নর আব্দুর রউফ তালুকদার সভাপতিত্বে দুই ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উপস্থিতিতে চুক্তি সম্পন্ন হয়।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, সোনালীর সাথে একীভূত হওয়ায় বিডিবিএল ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত হবার কিছু নেই। 

বিডিবিএল এর চেয়ারম্যান শামীমা নার্গিস বলেছেন, সোনালী ব্যাংকের সাথে একীভূত না হলে, ভবিষ্যতে বিডিবিএল ব্যাংককে অন্য কোন ব্যাংকের সাথে জোর করে একীভূত করা হতো। সেক্ষেত্রে সোনালী ব্যাংক ভালো বিকল্প। একীভূত হবার পর কর্তকর্তা-কর্মচারীরা চাকরিচ্যূত হবেন না বলে জানিয়েছেন তিনি।  

বিভি/এজেড

মন্তব্য করুন: