• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিষেধ পলিথিন ব্যাগ, বেড়েছে পাটের দাম

প্রকাশিত: ১৮:৩২, ১৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নিষেধ পলিথিন ব্যাগ, বেড়েছে পাটের দাম

ফাইল ছবি

দেশজুড়ে পলিথিন ব্যাগে নিষেধাজ্ঞা দেওয়ায় পাটের চাহিদা বেড়েছে। গত বছরের তুলনায় এই মৌসুমে পাটের দাম মনপ্রতি বেড়েছে প্রায় ৬০০ টাকা। গত বছরের তুলনায় এই বছর পাটের উৎপাদন অনেক কম।

জানা যায়, গত মার্চ-এপ্রিলে পাট রোপণের সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে বীজের অঙ্কুরোদগম ভালোভাবে হয়নি। এছাড়াও বিগত বছরগুলোয় পাটের দাম কম হওয়ায় কৃষকেরা পাট চাষে আগ্রহ হারিয়েছেন। ফলে সামগ্রিকভাবে দেশে পাটের উৎপাদন কমেছে।

বাংলাদেশ পাট অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে পাট উৎপাদন হয়েছিল ৮৪ লাখ ১৪ হাজার (প্রায় ১৮২ কেজিতে এক বেল)। চলতি অর্থবছরের এসে তা দাঁড়িয়েছে প্রায় ৭৫ লাখ ৭৪ হাজার বেল।

পাট চাষী ও ব্যবসায়ীদের মতে, সরকার গত অক্টোবর থেকে সুপারমলে ও গত ১ নভেম্বর থেকে সারাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করায় পাটের দাম বেড়েছে। তারা জানান, বর্তমানে সবচেয়ে ভালোমানের পাট মনপ্রতি তিন হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এই সময়ে তা ছিল তিন হাজার ২০০ টাকা। মাঝারি মানের পাট দুই হাজার ৬০০ টাকা থেকে হয়েছে তিন হাজার ২০০ টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: