• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভরিতে ১৬৮০ টাকা কমেছে স্বর্ণের দাম

প্রকাশিত: ২২:৩৪, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভরিতে ১৬৮০ টাকা কমেছে স্বর্ণের দাম

ফাইল ছবি

দেশের বাজারে ভরিতে ১৬৮০ টাকা কমেছে স্বর্ণের দাম। এতে করে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকায়। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে এক লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: