মুনাফা বাড়লো সব ধরনের সঞ্চয়পত্রে

ছবি: সংগৃহীত
মুনাফার হার বাড়ানো হয়েছে সব ধরনের সঞ্চয়পত্রে। মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এ হার বেড়ে হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন মুনাফার হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি।
নতুন হারে কোনো সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ শতাংশের কম হবে না। এ ছাড়া বিনিয়োগের সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে এক রকম। আর মুনাফার হার ভিন্ন হবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে।
এতদিন পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল ১১ দশমিক ৫২ শতাংশ। এখন মুনাফা বৃদ্ধির ফলে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে সাড়ে ১২ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে কিছুটা কম, ১২ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাবেও মুনাফার হার বাড়ানো হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: