পতনের বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টা দেশের দুই পুঁজিবাজারের

ছবি: সংগৃহীত
পতনের বৃত্ত থেকে বের হবার চেষ্টায় সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে-সিএসই সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে।
বৃহস্পতিবার (২২ মে) সুচক বৃদ্ধির প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে। সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮২৩ পয়েন্টে। এরপরই সূচক কিছুটা নিম্নমূখি হয়। তবে পতনের ধারা অব্যাহত থাকেনি।
আবারও সূচক ওঠানামা শুরু হয়, তবে সূচক আর ঋণাত্মক হয়নি। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: