ইসরাইলকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিস্ফোরক পাকিস্তান

ছবি: ফাইল ফটো
ইসরাইলকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত। তিনি বলেছেন, ইসলামাবাদ কখনোই দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। তিনি শুক্রবার (১৭ মে) সৌদি আরবে ইহুদিবাদী ইসরাইলি সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
তিনি এ সময় আরও বলেন, ‘ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনোই ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। একই সঙ্গে, পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না।’
রাজা হায়াত বলেন, আর আমরা জানি যে, ইসরাইলি সরকার কিছু দেশের সঙ্গে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেস্টা প্রতিহত করবে। সূত্র:
বিভি/এমআর
মন্তব্য করুন: