• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাতারবাড়ির অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করার নির্দেশ 

প্রকাশিত: ১৫:৩৫, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
মাতারবাড়ির অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করার নির্দেশ 

উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরে মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২৭ মে) উচ্চ পর্যায়ের বৈঠকে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধান উপদেষ্টা এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের ওপর জোর দেন। 

তিনি বলেন, মাতারবাড়িতে বন্দর, সরবরাহ, উৎপাদন ও জ্বালানির জন্য দেশের বৃহত্তম কেন্দ্র হিসেবে সরকার বিবেচনা করে। 

এ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সংশ্লিষ্টদের তাগিদও দেন ড. ইউনূস। এ জন্য মহাপরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সমুদ্রগামী কন্টেইনার জাহাজগুলোকে ধারণক্ষমতা সম্পন্ন টার্মিনাল তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2