দুবাইয়ে কমেছে স্বার্ণের দাম, আরও কমার সম্ভাবনা

দুবাইয়ের বাজারে স্বর্ণের দামে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে, যা ক্রেতাদের জন্য বড় সুখবর। আন্তর্জাতিক আর্থিক পরিবেশের পরিবর্তনের ছোঁয়ায় বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বর্ণের দাম ৫ দিরহাম কমেছে। মজবুত মার্কিন ডলার এবং বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের কারণে আগামী দিনগুলোতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দুবাইতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৫ দিরহাম কমে দাঁড়িয়েছে ৪০০ দিরহামে। অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম নেমেছে ৩৭০.৫০, ২১ ক্যারেট ৩৫৫.২৫ এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়েছে ৩০৪.৫০ দিরহামে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমার ফলে এই পতন ঘটেছে, যা মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং বিশ্ব অর্থনীতির আশঙ্কা কমে যাওয়ার কারণেই হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেয়া সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার সম্ভাবনা ‘খুবই কম’। এর আগে এই ধরনের গুজব বাজারে উদ্বেগ সৃষ্টি করেছিল। এই ঘোষণার পর থেকে বাজার কিছুটা স্বস্তিতে এসেছে, যা স্বর্ণের দাম নেমে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের মজবুত অবস্থানের কারণে স্বর্ণের দাম আঞ্চলিকভাবে আরও নেমে আসার সম্ভাবনা রয়েছে। সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ভিজয় ভালোচা বলেন, ‘স্বর্ণের দাম এখন প্রধান সমর্থন স্তরের দিকে এগোচ্ছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম ৩ হাজার ৩২০ ডলারের নিচে নামে, তাহলে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে, যা ইউএইতে খুচরা মূল্যে প্রভাব ফেলবে।’
স্বর্ণের বাজারে এই নরম হওয়ার আরেকটি কারণ হলো মার্কিন ও চীনের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা কমে যাওয়া, যার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। পাশাপাশি, গ্লোবাল ইকুইটি মার্কেটগুলোতে আশাবাদী মনোভাব বাড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের থেকে সরছেন।
বিশেষজ্ঞরা বলছেন, যারা এই মুহূর্তে স্বর্ণের গহনা কিংবা বার কিনতে চান, তাদের জন্য বাজার পর্যবেক্ষণ করার সময় এসেছে। কারণ, সামনের দিনগুলোতে স্বর্ণের দাম আরও কমতে পারে।
মার্কিন ডলারের মজবুত অবস্থান ও বৈশ্বিক অর্থনৈতিক আশঙ্কা কমে যাওয়ায় দুবাইয়ে স্বর্ণের দাম ৫ দিরহাম কমেছে। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘোষণাও বাজারে স্বস্তি আনে। আগামী দিনগুলোতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে বাজার বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন।
সূত্র: গালফ নিউজ
বিভি/টিটি
মন্তব্য করুন: