• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া শুরু 

প্রকাশিত: ১০:২৮, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া শুরু 

ফাইল ছবি

চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বরাদ্দ দেওয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১১ আগস্ট) প্রথম দফায় দেশের ২৪২টি আমাদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এরমধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল আর বাকি ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল রয়েছে। একেকজন আমদানিকারক ৫শ’ মেট্রিকটন থেকে ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানি করতে পারবেন।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করনের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে। আমদানিকৃত বস্তাতেই চাল বিক্রির শর্ত দেওয়া হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2