দেশের প্রতিটি পরিবারের গড় মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা

ছবি: সংগৃহীত
দেশের প্রতিটি পরিবারের গড় মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা। এরমধ্যে নিচের ১০ শতাংশের আয় ৮৪৭৭ টাকা এবং ওপরের ১০ শতাংশের এক লাখ ৯ হাজার ৩৯০ টাকা। এমন তথ্য দিচ্ছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার-পিপিআরসি।
সোমবার (২৫ আগস্ট) ‘২০২৫ সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা’ নিয়ে রাজধানীতে এলজিইডি ভবনে প্রতিবেদন প্রকাশ করেছে পিপিআরসি।
গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এ কারণে পরিবার চালাতে হিমসিম খাচ্ছে ওই দুই শ্রেণি। সপ্তাহে এক ঘণ্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা ৫২ দশমিক তিন তিন শতাংশ। আর ৪০ ঘণ্টা কাজ করেন, সে সংখ্যা মাত্র ২৮ দশমিক এক শতাংশ।
অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান জানান, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ক্যান্সারের প্রবণতা মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে এক সাংবাদিকের আত্মহত্যার পেছনে বড় কারণ চিকিৎসা ব্যয় মেটাতে না পারা বলে মন্তব্য করেন তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: