• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকার  

প্রকাশিত: ১২:৫০, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকার  

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৭ আগস্ট) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বাড়লেও কমেছে অন্য দুই সূচক। তবে লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে এসময় পর্যন্ত বেশির ভাগের দর বেড়েছে। এই বাজারে আজ প্রথম ঘণ্টায় প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৪ পয়েন্টে নেমেছে এবং ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে এক হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৪টির। বিপরীতে কমেছে ১০১টির। তবে ৬৮টির দর অপরিবর্তিত ছিল।

প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে মোট ২৯৬ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল বাজারটিতে মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এরপর আর এই বাজারের লেনদেন দুই হাজার কোটি টাকার সীমা অতিক্রম করতে পারেনি।

গতকাল (মঙ্গলবার) ঢাকার এই পুঁজিবাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিল সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ বুধবারও প্রথম ঘণ্টা পর্যন্ত ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। এসময় পর্যন্ত ব্যাংকটির ১১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হতবদল হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2