• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

মার্কিন শাটডাউনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

প্রকাশিত: ২০:৪৯, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মার্কিন শাটডাউনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) ও সুদের হার কমানোর গুঞ্জনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম বেড়ে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে।

সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

গ্রিনিচ মান সময় অনুযায়ী, সোমবার ভোর ৫টায় মিনিটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৪৫.১২ ডলারে দাঁড়ায়, যা ইতিহাসে সর্বোচ্চ। এক ঘণ্টা পর, সকাল ৬টা ২০ মিনিটে দাম কিছুটা কমে ৩ হাজার ৯২৬.৪০ ডলারে লেনদেন হচ্ছিল।

গত ১২ মাসে স্বর্ণের দাম ২ হাজার ৫৩৬.৯১ থেকে ৩ হাজার ৯৪৫.১২ ডলারের মধ্যে ওঠানামা করেছে—এই সময়ে দাম বেড়েছে ৪৮ শতাংশেরও বেশি।

যদিও সরকার অচলাবস্থা সরাসরি অর্থনৈতিক মন্দা সৃষ্টি করে না, তবুও এটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রশাসনিক বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি করেছে। বহু ফেডারেল কর্মী বেতন ছাড়া কাজ করতে বাধ্য হচ্ছেন বা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। প্রতিটি সরকারি সংস্থা তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ‘অপরিহার্য’ কর্মীদের কাজ চালিয়ে যাচ্ছে।

অচলাবস্থার কারণে আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশও স্থগিত থাকবে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, শাটডাউনের সময় কর্মসংস্থান, বেকারভাতা আবেদন ও মূল্যস্ফীতির মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে না। 

শুধু মার্কিন শাটডাউন নয়; সামগ্রিক ভূরাজনৈতিক ঝুঁকি, বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং ফেডারেল রিজার্ভের সুদহার নীতিই স্বর্ণবাজারে উর্ধ্বগতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে গত সপ্তাহে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2