• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ

প্রকাশিত: ১৪:১৪, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ

প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা গেলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আরও দেড় শতাংশ বেড়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ দশমিক ৩ শতাংশে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান বলেন, গত ১ বছরে রফতানি বেড়েছে, রেমিট্যান্সে এসেছে রেকর্ড পরিমাণ, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেওর উন্নতি হয়েছে। বিশ্বব্যাংকের মতে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনো তা ৮ শতাংশের ওপরে।

সংস্থাটি জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় গত ২০২৪-২৫ অর্থবছরের দারিদ্রের হার প্রায় ১ শতাংশ বেড়ে হয়েছে ২১ দশমিক ২ শতাংশ।

এছাড়াও, গত ২ বছরে শ্রমশক্তিতে অংশগ্রহণ ৬৯ শতাংশ থেকে কমে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৪ লাখ নারী শ্রমবাজারের বাইরে রয়েছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2