• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘আওয়ামী সরকারের আমলে জলবায়ু খাতে ২১১০ কোটি টাকার দুর্নীতি’ 

প্রকাশিত: ১৪:৪৭, ৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘আওয়ামী সরকারের আমলে জলবায়ু খাতে ২১১০ কোটি টাকার দুর্নীতি’ 

ফাইল ছবি

বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে জলবায়ু খাতের মোট ৮৯১টি প্রকল্পে প্রায় দুই হাজার ১১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের ৫৪ শতাংশই দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছে।   

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জলবায়ু তহবিলের অর্থ তসরুপের চিত্র তুলে ধরে টিআইবি।  

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ুর তহবিলের অর্থের নয়ছয়ের চিত্র খুবই হতাশাজক ও করুন। ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের ছিলো প্রবণতা। 

জলবায়ু ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের প্রতিবছর ১০ থেকে ১২ বিলিয়ন ডলার প্রয়োজন, সেখানে ২০০৩ সাল থেকে ২০২৪ সালের সময়ে দাতাদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র ১.২ বিলিয়ন ডলার জানায় টিআইবি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2