‘টেস্ট কেস’ সফল হলে অন্য ব্যাংকগুলোকে দ্রুত একীভূত করতে হবে’
অকার্যকর পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে কার্যকরের চেষ্টাকে ‘টেস্ট কেস’ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ সফল হলে অন্য দুর্বল ব্যাংকগুলোকে দ্রুত একীভূত করতে হবে। তবে, সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ যেন বাধাগ্রস্ত না হয় সেই নিশ্চয়তা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।
আর্থিকভাবে দুর্বল শরীয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে সমন্বিত ব্যাংক গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ৫ ব্যাংকে প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচ ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংকে রূপান্তরের আশা করছেন গভর্নর। শুরুতে এটি সরকারি মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারিভাবে। কর্মীদের বেতন-ভাতা বা আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেও অনিশ্চয়তা এখন পরবর্তী রাজনৈতিক সরকারের ভাবনা নিয়ে।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ডুবতে বসা অকার্যকর ব্যাংকগুলোকে কার্যকরের চেষ্টা ইতিবাচক।
রাজনৈতিক সরকার ক্ষমতায় গেলে ব্যাংক একীভূত করার উদ্যোগ যেন ভেস্তে না যায় সে নিশ্চয়তা জরুরি, মনে করেন অর্থনীতিবিদরা।
খেলাপি ঋণ কমাতে গভর্নরের নেওয়া উদ্যোগ যেন মাঝপথে থমকে না যায় সেই নিশ্চয়তাও চান বিশ্লেষকরা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: