• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আইন পরিবর্তনে অনিশ্চয়তায় চার হাজার ট্রাভেল এজেন্সির ব্যবসা

জিয়াউল হক সবুজ

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আইন পরিবর্তনে অনিশ্চয়তায় চার হাজার ট্রাভেল এজেন্সির ব্যবসা

বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের ফলে দেশের অন্তত চার হাজার ট্রাভেল এজেন্সির ব্যবসা চরম অনিশ্চয়তায় পড়বে বলে দাবি করেছেন এ খাতের মালিকরা। ক্ষুদ্র ও মাঝারী এজেন্সির স্বার্থে সংশোধিত আইন পুনর্বিবেচনার দাবি তাদের। উড়োজাহাজের টিকিটের বাজার সবার জন্য উন্মুক্ত না হলে টিকিট কারসাজি বন্ধের উদ্যোগ হোঁচট খাওয়ার শঙ্কা এজেন্টদের।

জানা যায়, গেলো এক বছরে যে পরিমাণ মানুষ বিদেশে গেছেন তার প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যগামী যাত্রী। এই সুযোগে কারসাজির মাধ্যমে ৪০ হাজার টাকার টিকিট দেড় থেকে দু'লাখ টাকায় বিক্রি করেছে অসাধু ব্যবসায়ীরা। 

উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে গ্রুপ টিকিট বন্ধ ও টিকিটের গায়ে দাম লিখে রাখা বাধ্যতামূলক করা হলেও মানছে না অনেকেই। তাই, নৈরাজ্য বন্ধে এবার বিমান পরিবহন ও ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করেছে সরকার। 

সরকারের এ উদ্যোগ অনিয়ম বন্ধে ইতিবাচক সিদ্ধান্ত বললেও নতুন আইন বড় এজেন্টদের একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

টিকিট বিক্রিতে সুস্থ প্রতিযোগিতার স্বার্থে বিদেশি এয়ারলাইন্সগুলোর বাজার সবার জন্য উন্মুক্ত হবে, এমন আশা ট্রাভেল এজেন্টদের। 

এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতে জিএসএ নির্ভরতা না কমলে বা IATA লাইসেন্সের বাধ্যবাধকতা বজায় থাকলে যাত্রীরা আদৌ তার সুফল পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা অনেকের। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2