• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

১৫ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৭ লাখ ডলার 

প্রকাশিত: ২২:২৭, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১৫ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৭ লাখ ডলার 

চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৫৬৫ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২২১ কোটি টাকা। 

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ডলার।

পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৮৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০০ কোটি ৯ লাখ ডলার এবং বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৮ লাখ ডলার।

এর আগে বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2