• NEWS PORTAL

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

টানা ৪ দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ২২:৪৪, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টানা ৪ দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম

ফাইল ছবি

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে এ দর।

শনিবার (১৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধাতুর দাম কমার তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ভরির দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2