‘মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেওয়া হবে’
মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার (৩ নভেম্বর) সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোজ্যতেল ব্যবসায়ীদের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। তিনি নিজেই আধা ঘণ্টা আগে এই তথ্য জেনেছেন। দাম বৃদ্ধির কোন যৌক্তিক কারণ নেই বলেও মন্তব্য তার। বাণিজ্য সচিব বলেন, ব্যবসায়ীদের সরকার কাছ থেকে যে ভোজ্যতেল কিনেছে বাজারের দামের চেয়ে ২০ টাকা কমে কিনেছে। এরপর তারা বাজারে ২০ টাকা বেশি দামে বিক্রি করছে-এটা হতে পারে না। ব্যবসায়ীদের কাছে বিষয়টি জানতে চাওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো আইনগতভাবে বৈধ না বলেও মন্তব্য তার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরো বাড়ানো উচিত বলে মন্তব্য করেন ক্যাব সভাপতি মো. শফিকুজ্জামান।
বিভি/এসজি




মন্তব্য করুন: