হঠাৎ বেড়েছে তেল-পেঁয়াজের দাম, ভোক্তাদের নাভিশ্বাস
হঠাৎ করেই ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের বাজার। সরকারি নির্দেশনা না মেনেই দাম বাড়িয়েছে উৎপাদনকারী কোম্পানিগুলো। এজন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে, বাজারে পেয়াঁজের সরবরাহ থাকলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। তবে মোটা চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা কমছে। সবজির দাম নিয়েও অভিযোগ নেই ক্রেতাদের।
আমদানি হচ্ছে না এমন অজুহাতে পেয়াঁজের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। দাম না বাড়াতে সরকারের নির্দেশনা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে পেয়াঁজের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। অনেকটা বাধ্য হয়েই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের।
ভোজ্য তেলের দামও বাড়িয়েছে উৎপাদক কোম্পানিগুলো। ব্র্যান্ডভেদে তেলের দাম ৬ থেকে ১০ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে বাজারে।
এদিকে, কমেছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। আটাশ জাতের মোটা চালের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেক ৪৯ টাকা পর্যন্ত। এছাড়া, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। টমেটো ও সিমের দাম কিছুটা চড়া হলেও অন্যান্য সবজির দাম সহনীয় বলছেন ক্রেতারা।
আগের দামেই বিক্রি হচ্ছে চাল। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের।
বিভি/এসজি




মন্তব্য করুন: