কর ফাঁকিবাজদের চিহ্নিত করার মধ্য দিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান
ফাইল ছবি
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, করদাতাদের ওপর জুলুম বা নিপীড়ন করে নয়, কর ফাঁকিবাজদের চিহ্নিত করার মধ্যদিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে। বিভিন্ন রকম ভ্যাটরেট ও জটিল আইনের কারণে কাঙ্ক্ষিত হারে ভ্যাট আহরণ বাড়ছে না বলে জানান তিনি। জিডিপির অনুপাতে ট্যাক্স বৃদ্ধির স্বার্থে কর অব্যাহতির সুযোগ বাতিলের কথাও জানান এনবিআর চেয়ারম্যান।
ছোট-বড় মিলিয়ে দেশে ভ্যাটের নিবন্ধন আছে প্রায় সাড়ে ছয় লাখ ব্যবসা-প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মোট রাজস্ব আয়ের প্রায় ৩৮ শতাংশ আয় করে এনবিআর। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে আগের তুলনায় ২২ শতাংশ বেশি ভ্যাট আদায় হলেও তা বাড়ছে না কাঙ্ক্ষিত হারে।
আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটকে বোঝা মনে করেন ব্যবসায়ীরা। আয়করের মতো ভ্যাট আহরণ প্রক্রিয়ার অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে আয় আরও বাড়বে। কমবে করদাতাদের পরিশোধ করা টাকার সঙ্গে সরকারি কোষাগারে অর্থ জমার ফারাক।
এনবিআর চেয়ারম্যান জানান, জিডিপির অনুপাতে রাজস্ব আয় বৃদ্ধি না হওয়ার পথে বড় বাধা কর ছাড়। তাই কর অব্যাহতি বন্ধ এবং কর ফাঁকিবাজদের ধরতেই এখন বেশি নজর দিচ্ছে তার প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পর্যন্ত ২২ লাখ করদাতা অনলাইনে আয়কর হিসাব বিবরণী জমা দিয়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। নির্ধারিত সময় শেষে এই রিটার্ন সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যাবে, এমন আশা তার।
বিভি/এসজি




মন্তব্য করুন: