• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

পেঁয়াজ আমদানির অনুমতি বাড়িয়েছে সরকার 

প্রকাশিত: ১২:২০, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পেঁয়াজ আমদানির অনুমতি বাড়িয়েছে সরকার 

ফাইল ছবি

পেঁয়াজের আইপি (আমদানি অনুমতি) ইস্যু বাড়িয়েছে সরকার। বাজার সহনীয় রাখতে আজ (সোমবার) ও আগামীকালের (মঙ্গলবার) জন্য এই দুই দিন ৫৭৫টি করে আইপি ইস্যু করা হবে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতো প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

এতে আরও বলা হয়, আবেদনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে। অর্থাৎ চলতি বছরের ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দুই দিন আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

জানা গেছে, একজন আমদানিকারক মাত্র একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2