• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

টানা নবমবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক

প্রকাশিত: ২১:১৬, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:২৫, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টানা নবমবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক

কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই মাইলফলক বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ পদক‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক।

প্রতি বছর এই পুরস্কারটি সেসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা নিজেদের কার্যক্রমে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতায় সর্বোচ্চ মান বজায় রাখে। ব্র্যাক ব্যাংকের এই অর্জনের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী পারফরম্যান্স। দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ অংশগ্রহণ এবং দেশসেরা ক্রেডিট রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে ব্যাংকটি এই সম্মাননা অর্জন করে। এছাড়াও, গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সদস্য হিসেবে ব্যাংকটি মূল্যবোধভিত্তিক ও টেকসই ব্যাংকিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

১৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ, এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, এফসিএ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, সুশাসন, নৈতিকতা, কমপ্লায়েন্স ও স্বচ্ছতা আমাদের ব্যবসায়িক দর্শনের মূল ভিত্তি। আইসিএমএবি-এর মতো প্রতিষ্ঠান থেকে পাওয়া এই ধারাবাহিক স্বীকৃতি আমাদের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, জবাবদিহিতাও স্বচ্ছতার প্রতি প্রতিফলন।

তিনি আরও বলেন, এই সম্মাননা আমাদেরকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্পোরেট গভর্ন্যান্স আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সেরা ব্যাংক হয়ে ওঠার পথে আমাদের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। আমাদের ওপর আস্থা রাখার জন্য গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2