জানুয়ারির প্রথম সপ্তাহেই রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সাত দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ হাজার ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সাত দিনের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ৭ জানুয়ারি। ওই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১ হাজার ৬৭১ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিলো ৫৪ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৬৭ দশমিক ৮০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিলো ১ হাজার ৪৩১ কোটি ৭০ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্সে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
বিভি/এআই




মন্তব্য করুন: