প্রতি ভরিতে আরও বাড়লো স্বর্ণের দাম, পিছিয়ে নেই রুপাও
দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম নির্ধারণের মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে সোনার দাম। রবিবার (২৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।
বিজ্ঞপ্তি বলা হয়, ‘তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য স্থানীয় বাজারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আজ ২৫ জানুয়ারি, ২০২৬ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয়।’
সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে ২৬ জানুয়ারি, ২০২৬ সোমবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়ঃ-
২২ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ২২০৫০/-
২১ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ২১০৫০/-
১৮ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১৮০৪০/-
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১৪৮২৫/-
২২ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ৬২০/-
২১ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ৫৯৫/-
১৮ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ৫১০/-
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ৩৮০/-
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে বর্ণিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্য কার্যকর থাকবে। ক্রেতা সাধারণের নিকট থেকে সরকার কর্তৃক নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে ৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫ দফা; কমানো হয়েছে ৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার। সর্বশেষ শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণে দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন, ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: