• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

রূপগঞ্জে যে শিল্প টিকে আছে ২০০ বছর, জড়িত ৫০০ পরিবার

খলিল সিকদার, রূপগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রূপগঞ্জে যে শিল্প টিকে আছে ২০০ বছর, জড়িত ৫০০ পরিবার

ভোরের আলো ফোটার আগেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কারিগরপল্লিতে শুরু হয় হাতুড়ির শব্দ। লোহা, তামা আর পিতলের ওপর একের পর এক আঘাতে ধীরে ধীরে রূপ নেয় তাবিজের খোলসে। এরপর সেই তপ্ত ধাতু ঢুকে পড়ে বিশাল আগুনের কুন্ডলিতে—শক্ত আর টেকসই করতে। ঠাণ্ডা হলে প্রতিটি তাবিজের খোল পৌঁছে যায় দেশের বাজার ছাড়িয়ে বিদেশের ক্রেতাদের হাতেও।

দক্ষিণবাগ, ভিংরাবো, তেলিপাড়া ও টানমসূরী এলাকার কারিগরদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হয় এসব তাবিজ। প্রায় দুইশ’ বছরের পুরোনো এই শিল্প আজও টিকে আছে অন্তত ৫০০ পরিবারের শ্রম আর দক্ষতায়। দেশের চাহিদার পাশাপাশি ভারত ও পাকিস্তানেও রফতানি হচ্ছে রূপগঞ্জের ঐতিহ্যবাহী তাবিজের ধাতব খোলস।

তবে পথটা সহজ নয়। কারিগরদের ভাষ্য, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ঋণ ছাড়া এই পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি—স্বল্পসুদে ঋণ, ন্যায্যমূল্যে কাঁচামাল, আধুনিক প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়বে এবং টেকসই হবে এই শিল্প। অন্যথায় বহু দক্ষ কারিগরকে বাধ্য হয়ে পেশা বদলাতে হতে পারে।

এদিকে পুরোনো এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি ও বেসরকারি ঋণসহ সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় সহায়তা পেলে এই ঐতিহ্যবাহী শিল্প আবার নতুন গতি পাবে।

রূপগঞ্জের কারিগরদের তৈরি এই তাবিজ বহন করছে শত বছরের ঐতিহ্য, শ্রম আর দেশের শিল্প-ইতিহাসের নীরব গল্প।

বিভি/এমআর

মন্তব্য করুন: