তৃতীয় দফায় বাড়লো ই-রিটার্ন দাখিলের সময়
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় এক মাস অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে। দুই দফায় দুই মাস সময় বাড়ানোর পর এখন তৃতীয় দফায় অনলাইনে রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সময় বাড়াতে যাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পাওয়ায় পর পর দুই দফায় এক মাস করে সময় বাড়ানো হয়।
এনবিআর সূত্র বলছে, এবার আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট, নির্বাচনী প্রচারণা যুক্ত হওয়ায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হতে পারে। এর আগে গত বছর তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিলো।
এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন এক কোটি ২৩ লাখ। রিটার্ন জমা দিয়েছেন ৩৪ লাখ ৫৪ হাজার ৩২৮ জন। সে হিসাবে এখনো প্রায় ৯০ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘রিটার্ন দাখিলের শেষ দিকে যদি দেখা যায়, যে পরিমাণ রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাকি রয়ে গেছে, তখন আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
বিভি/এসজি



মন্তব্য করুন: