• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

প্রকাশিত: ১৭:২১, ২২ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ

চলতি (২০২১-২০২২) অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

বুধবার (২২ সেপ্টেম্বর) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক  (এডিও)-২০২১ আপডেট' শীর্ষক এডিবির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া ভালোভাবে অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের। গত অর্থবছরে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 

ম্যানুফ্যাকচারিং শক্তিশালীকরণ, বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহত সম্প্রসারণ এবং সরকারের কার্যকর পুনরুদ্ধারের নীতির উপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে হবে ৫ দশমিক ৮ শতাংশ, জিডিপির ঘাটতি হবে শূন্য দশমিক ৬ শতাংশ। তবে অর্থনীতির প্রধান ঝুঁকি হলো করোনাভাইরাস সংক্রমণ পুনরায় বৃদ্ধি।

 

বিভি/এইচএস/রিসি

মন্তব্য করুন: