• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইংয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:৫৮, ২৭ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইংয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইংয়ের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘প্রিন্সিপাল অব ইসলামিক ফাইন্যান্সিং’-এর ওপর অনুষ্ঠিত এই কর্মশালায় মুদারাবাভিত্তিক আমানত সংগ্রহ পদ্ধতি, আমানতের মুনাফা বিতরণের ক্ষেত্রে ‘ইনভেস্টমেন্ট ইনকাম শেয়ারিং রেশিও ও ওয়েটেজ পদ্ধতির’ তুলনামূলক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, মুদারাবাভিত্তিক ডিপোজিট ও ইনভেস্টমেন্ট প্রডাক্টের নানাবিধ ফিচার নিয়ে বিশদ আলোচনা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফাইন্যান্সের শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ডক্টর যুবাইর মুহাম্মদ ইহসানুল হক, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস-এর পিএইডি গবেষক মো. মাহবুব আলম, বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইং এর হেড অব প্রডাক্ট ও শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মো. আবু ইউসুফ। 

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ঢাকার প্রধান কার্যালয় ও বিভাগীয় শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা।

বিভি/এএইচ/এসডি

মন্তব্য করুন: