• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ছে না ভোজ্য তেলের দাম

প্রকাশিত: ১৩:২৩, ১৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১৪:০৩, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ছে না ভোজ্য তেলের দাম

ছবি: ফাইল

ভোজ্য তেলের দাম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৯ জানুয়ারি) সচিবালয়ের সভাকক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

টিপু মুনশি বলেন, ‘ভারতের ডাটা স্টাকচার কম। এসব বিবেচনা করতে হবে। ব্যবসায়ীদের অনুরোধ করেছি, একটু সময় দিতে। আগামী ৬ ফেব্রুয়ারির পর দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো, কমাতে হলে কমাবো।’

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে। এরই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণলায় বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়।

বর্তমান বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা ও খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারিত আছে। বোতলজাত তেল আট টাকা বাড়িয়ে ১৬৮ টাকা নির্ধারণের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2