জ্ঞান ফেরার পর রোগীর আর্তনাদ, ভাঙা পা রেখে সুস্থ পায়েই অস্ত্রোপচার
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। বাম পায়ের হাড় ভাঙা এক বৃদ্ধ রোগীর অস্ত্রোপচার করা হয়েছে ভুল করে ডান পায়ে।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ ডিসেম্বর)। মুর্শিদাবাদের সুতি–২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাম পায়ের হিপ জয়েন্টে গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
পরিবারের সম্মতিতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও অস্ত্রোপচার শেষে দেখা যায়, ভাঙা বাম পায়ের পরিবর্তে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। অজ্ঞান অবস্থা কাটতেই বিষয়টি বুঝতে পেরে যন্ত্রণায় চিৎকার শুরু করেন ওই বৃদ্ধা। পরে তড়িঘড়ি করে তাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং এবার ভাঙা বাম পায়েই অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর দুই পায়েই আঘাত ছিল। তবে রোগীর পরিবারের সদস্যরা এ বক্তব্য মানতে নারাজ। তাদের অভিযোগ, এক্স-রে রিপোর্ট থাকা সত্ত্বেও এমন ভুল কীভাবে হতে পারে—তা বোধগম্য নয়।
ঘটনার পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল প্রশাসন। ভারপ্রাপ্ত সুপার অনাদি রায় চৌধুরী জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: