• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

প্রকাশিত: ১৪:৪৩, ৩০ নভেম্বর ২০২২

আপডেট: ১৪:৪৪, ৩০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম । 

জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। আজ আরও কয়েক লাখ রিটার্ন জমা পড়ার সম্ভাবনার কথা জানিয়ে এনবিআর বলছে, চলতি অর্থবছর রিটার্ন প্রবৃদ্ধি হয়েছে ৩৫ দশমিক ৩ শতাংশ। রিটার্ন জমার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। 

তিনি বলেন, রপ্তানি আয়, শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়লে প্রত্যক্ষ করদাতার সংখ্যা বাড়বে। এ সময় রাজস্ব বোর্ডের নবীন কর্মকর্তাদের আইটি দক্ষতা কাজে লাগিয়ে এনবিআরের সেবাকে সহজ করার পরিকল্পনার কথাও জানান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী । 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2