• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সরকার বেঁধে দেয়া দামেও বাজারে মিলছে না চিনি 

মামুন আব্দুল্লাহ

প্রকাশিত: ১৫:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সরকার বেঁধে দেয়া দামেও বাজারে মিলছে না চিনি 

ফাইল ছবি

সরকার বেঁধে দেয়া দামেও চিনি মিলছে না বাজারে। ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ বিক্রেতাদের। আগেই কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশিতে বিক্রি হতো বলে দাবি তাদের। রমজানকে সামনে রেখে চিনির বাজারে নৈরাজ্য ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ চান সাধারণ মানুষ।  

কয়েকমাস ধরেই চিনির বাজারে অস্থিরতা। ডলার নৈরাজ্যে আমদানি সংকট, জ্বালানির দাম বাড়ায় উৎপাদন ব্যায় বৃদ্ধিসহ নানা অজুহাতে গেল ২৬ তারিখে আরেক দফা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বাড়তি দাম কার্যকর হয়েছে।

তবে বাড়তি দামেও বাজারে চিনি পাওয়া যাচ্ছে না। যাও পাওয়া যাচ্ছে তার দামও সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ৭ টাকা বেশিতে। খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত ১১২ টাকায় বিক্রির কথা থাকলেও, বিক্রেতারা বলছেন আগেই এর থেকে বেশি দামে চিনি বিক্রি হয়ে আসছিল।

ক্রেতারা বলছেন- দ্রব্যমূল্যের জাঁতাকলে এমনিতেই সবাই অতিষ্ঠ। তার ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে চিনি।

রমজানকে সামনে রেখে চিনির বাজার স্থিতিশীল রাখতে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের।

দেশে প্রতি মাসে গড়ে পৌনে দুই লাখ টন চিনির চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে দাঁড়ায় তিন লাখ টনে। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: