• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এবার বাজেটে প্রকল্প অগ্রাধিকারে লোক দেখানোর প্রবণতার শঙ্কা বিশ্লেষকদের

জি এম আহসান

প্রকাশিত: ১৪:২৪, ২২ মে ২০২৩

আপডেট: ১৪:৪৬, ২২ মে ২০২৩

ফন্ট সাইজ
এবার বাজেটে প্রকল্প অগ্রাধিকারে লোক দেখানোর প্রবণতার শঙ্কা বিশ্লেষকদের

আসছে বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বরাদ্দ করেছে সরকার। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের বছর হওয়ায়- ডলার সংকট, মূল্যস্ফীতি, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতেও সরকারের প্রকল্প অগ্রাধিকারে লোক দেখানোর প্রবণতা থাকবে।

প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অপচয় কমানোর সাথে বৈদেশিক অর্থ ছাড়ের দিকেও বেশি নজর জরুরি বলছেন অর্থনীতিবিদরা। 

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাস্তাঘাট ও অবকাঠামো তৈরি বিনিয়োগে সরাসরি প্রভাব থাকে। সেইসাথে স্বাস্থ্য, শিক্ষা খাতের মতো প্রকল্প মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সহায়তা করে। সরকারের তরফে বলা হচ্ছে- এবারও মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেলের মতো প্রকল্পে থাকছে বড় বরাদ্দ। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ সাবওয়ের নির্মাণকাজ পুরোদমে শুরু হবে আগামী বছর থেকে। হযরত শাহজালান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের মতো প্রকল্প এবং বঙ্গবন্ধু রেল সেতুর মতো বড় ব্যয়ের প্রকল্পের বাস্তবায়নেও গতি বাড়বে।  

বিশ্লেষকরা বলছেন, যৌক্তিকভাবে প্রকল্প না নিলে জনগণের তেমন উপকারে আসে না।    

প্রকল্প সময় মতো বাস্তবায়ন ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: