কোটা সংস্কার আন্দোলন: রংপুরে নিহত সেই শিক্ষার্থীর ফেসবুকে শেষ পোস্ট

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবি’র ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় এই শিক্ষার্থী সর্বশেষ সোমবার (১৫ জুলাই) বেলা ১২টা ৩৭ মিনিটে ফেসবুকে তার নিজ আইডি থেকে একটি স্ট্যাটাস দেন।
তিনি লেখেন, 'স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার! আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি, আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত।'
তিনি আরও লেখেন, 'এই প্রজন্মে যারা আছেন, আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন। কিন্তু যতদিন বেচেঁ আছেন মেরুদণ্ড নিয়ে বাচুঁন। নায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়াঁন। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেচেঁ থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন 'শামসুজ্জোহা' হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের।'
মঙ্গলবার দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে আহত হন ওই শিক্ষার্থী। পরে রংপুর মেডিকেলের জরুরি বিভাগ থেকে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: