• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সিটি কলেজ বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৬:৪৭, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সিটি কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সিটি কলেজের শিক্ষার্থীদের। এ সংঘর্ষের জেরে সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধ (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলেজ বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

এদিকে চলমান সংঘর্ষের ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো সায়েন্সল্যাব এলাকায়। থেমে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটছে। সংঘর্ষের ঘটনায় নিউমার্কেটের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শুধু চালু আছে ধানমণ্ডি থেকে সায়েন্সল্যাব মোড় হয়ে শাহবাগ রুটের গাড়ি। 

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ। 

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন শিক্ষার্থী।  

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে, সিটি কলেজের শিক্ষার্থীরা আগে হামলা চালিয়েছে। 

আর সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে, ভাঙচুর করে কলেজের স্থাপনা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2