সম্পর্কের ৫০ বছর, প্রথমবার ঢাকায় চায়নিজ ক্যালিগ্রাফি প্রদর্শন

বাংলাদেশ ও গণচীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ঢাকাস্থ চাইনিজ দূতাবাস, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ সেন্টার ও কনফুসিয়াস ইনষ্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যৌথভাবে আয়োজন করা হয়েছে সপ্তাহ ব্যাপী দি লানটিং লিগ্যাসি: চায়নিজ ক্যালিগ্রাফি প্রদর্শনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় শাহবাগস্থ জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী এক্সিবিশন হলে প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা সুন ক্যাংনিং ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ সেন্টার এর সাধারণ সম্পাদক এইচ, এম, জাহাঙ্গীর আলম রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা সুন ক্যাংনিং বলেন, আমরা এই বছর প্রথমবারের মতো চায়নিজ ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছি। যেহেতু খুব তাড়াহুড়া করে এই আয়োজন করা হয়েছে, তাই সুন্দরভাবে আমরা প্রোগ্রামটি আয়োজন করতে পারিনি, এমনকি ক্যালিগ্রাফিতে ক্যাপশনও দিতে পারিনি। এর জন্য আমরা সবার কাছে ক্ষমাপ্রার্থী। তবুও, আশা করি এই সব ক্যালিগ্রাফি থেকে দর্শকগণ এর সৌন্দর্য উপভোগ করতে পারবে।
বাংলাদেশ-চান ফ্রেন্ডশীপ সেন্টার এর সাধারণ সম্পাদক এইচ. এম. জাহাঙ্গীর আলম রানা বলেন, চাইনিজ ক্যালিগ্রাফি ৩০০০ বছরের পুরনো ঐতিহাসিক শিল্পকর্ম। মূলত ব্রাশ, কালি, কলম ও কাগজের ব্যবহার করে চাইনিজ শিল্পীগণ নান্দনিক ক্যালিগ্রাফি তৈরি করেন। আমরা অতীতে চায়নার সাথে বিভিন্ন প্রকার কালচারাল প্রোগ্রাম বিনিময় করলেও এবার প্রথমবারের মত ক্যালিগ্রাফি প্রদশর্নের আয়োজন করেছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চায়নিজ ক্যালিগ্রাফিভক্ত লিউ চেন, কো তাহাই, হু সংসহ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ সেন্টারও কনফুসিয়াস ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: