• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

প্রকাশিত: ১৪:৩৬, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন করিডোরে বিক্ষোভ-মিছিল করেন এবং পরবর্তীকালে সবাইকে বের করে দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন।

গতকাল সোমবার ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এক ঘোষণায় জানিয়েছিল, আজ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হবে।

ছয় দফা দাবি হলো:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল।
২. উক্ত পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল।
৩. ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন।
৪. মামলার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা।
৫. ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।
৬. বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছয় দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। গত ২২ এপ্রিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, এ কমিটি তিন সপ্তাহের মধ্যে একটি সুস্পষ্ট প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2