• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

প্রকাশিত: ১২:৫২, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের মনোনয়নপত্র আজ থেকে সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, চলতি মাসের ১৩, ১৬ ও ১৭ তারিখ জকসু নির্বাচন কমিশনের কার্যালয় (শহিদ সাজিদ ভবনের নিচ তলা, পরিবহন অফিসের পাশে) থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নেয়া যাবে। আর হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নিতে হবে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এছাড়া গতকাল বুধবার (১২ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

আজ ১৩ নভেম্বর ও ১৬-১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: