• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ব্রাকসু নির্বাচন ও সমাবর্তনের কারণে পেছাচ্ছে বেরোবির শীতকালীন ছুটি

প্রকাশিত: ২২:৪৭, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৮, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্রাকসু নির্বাচন ও সমাবর্তনের কারণে পেছাচ্ছে বেরোবির শীতকালীন ছুটি

আগামী ২৯ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন, ১৭ জানুয়ারি( ২০২৬ সাল) সমাবর্তন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নতুন সিদ্ধান্ত মোতাবেক ১৮ ডিসেম্বরের বদলে ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। পাশাপাশি, অফিস ছুটি থাকবে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য এক প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, পূর্ব নির্ধারিত শীতকালীন অবকাশজনিত ছুটি পুন:নির্ধারণ হওয়ায় ডিসেম্বরে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে এবং শীতকালীন ছুটি উপলক্ষে (১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তন্মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা (কনভোকেশন স্পিকার) হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গণের স্বনামধন্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সাবেক শিক্ষা উপদেষ্টা ও ব্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চোধুরী। এ ছাড়া, মালয়েশিয়া এক্স পার্লামেন্টারি মেম্বার ও সোশ্যাল এক্টিভিস্ট নুরুল ইজহা আনোয়ার, অস্ট্রেলীয় সিনেটর ফাতিমা পেম্যান, সাবেক তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে অতিথি হিসেবে আমন্ত্রণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উপাচার্য বলেন, ব্রাকসু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দও এতে জনস্বার্থে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময়, আগামী ২৪ নভেম্বর তথ্য মন্ত্রণালয় পীরগঞ্জের লালদীঘিতে অবস্থিত ইনোভেশন হাবটিকে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের জন্য একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করবে বলে জানান তিনি। 

পাশাপাশি, আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে পায়রাবন্দের রোকেয়া স্মৃতিকেন্দ্রের একাডেমিক ও গবেষণাধর্মী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের হাতে ন্যস্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির মাঝে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।

একইসঙ্গে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2