• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

জবির ছাত্রী হলে ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রকাশিত: ১১:১১, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জবির ছাত্রী হলে ছাত্রদলের কমিটি ঘোষণা

ছবি: ফারজানা আক্তার টুম্পা ও ফারজানা রিমি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হোস্টেল ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে’ প্রথমবারের মতো দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। 

কমিটিতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার টুম্পা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফারজানা রিমি।

বুধবার (১৯ নভেম্বর) রাতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

হলের জন্য প্রথমবারের মতো কমিটি ঘোষণাকে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার অংশ বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই ছাত্রী হলের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলের শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবে।’

সদস্য সচিব শামসুল আরেফিন গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কার্যক্রমকে গতিশীল করা এবং সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতে এই কমিটি দেওয়া হয়েছে। খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি হলে পৌঁছে যাবে বলে আমরা আশা করি।’

বিভি/এআই

মন্তব্য করুন: