• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল

প্রকাশিত: ১৭:৩৪, ৩০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও জবির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে তার নামফলক অপসারণ করা হলেও বর্তমান প্রশাসন তা পুনঃস্থাপন করেছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাই নন; তিনি সমগ্র জাতির আস্থার প্রতীক। আজকের বাস্তবতায় জাতীয় ঐক্যের জন্য তার ভূমিকা অতীব প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মো. ছালাহ উদ্দিন।

এ সময় মাহফিলে মহিলাদের নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সক্রিয় ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2